রূপসায় ডাকাতি সংঘটিত, আহত-৩, আটক-১

0
592

রূপসা প্রতিনিধিঃ-রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ভুক্তভোগী ও পুলিশ জানায়, গত ২২ জুলাই গভীর রাতে উপজেলার কিসমত খুলনা গ্রামের মোজাম শেখের বাড়িতে ৪/৫ জনের মুখোশধারী ডাকাতদল পাচিল বেয়ে দোতলার বারান্দায় অবস্থান নেয়। বাড়ির গৃহকর্তা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একে একে বাড়ির সবাইকে বেধে ফেলে। তারপর ঘরে থাকা নগদ আনুমানিক ১০ হাজার টাকা, ২ টি স্বর্নের হার, ৭ জোড়া কানের দুল, ২ টি আংটি, ৩ টি মোবাইল ফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা মোজাম শেখ (৬০), তার স্ত্রী ফজিলা বেগম (৫০) ও পুত্র রুবেল শেখ আরমান (২৭) রক্তাক্ত জখম হয়।

তারপর পরিবারের লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পাশাপাশি খবর পেয়ে থানা পুলিশের একটি দল এসে এলাকাবাসীকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মোংলা উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার মৃত ফজলুল হকের পুত্র আনোয়ার হোসেন (৩৫) কে আটক করে। আটককৃতের কাছ থেকে ডাকাতি হওয়া ২ টি মোবাইল ও ১ টি দেশীয় রামদা উদ্ধার করে। সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) আ. রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রুবেল শেখ আরমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক ও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছে। যার নং- ২২ তাং-২২/০৭/১৮ইং। অপরদিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর যৌথবাহিনীর ক্যাম্পের ৩শ’ গজ অদুরে মোজাম্মেল হকের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বারান্দার গ্রীল কেটে ভিতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা, ২ টি মোবাইল ফোন ও ১ টি রূপার চেইন নিয়ে যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − five =