বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির জন্য জাপানের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

0
450

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ওয়াল্ড এক্সপো-২০২৫ আয়োজনে জাপানের প্রার্থীতা সম্পর্কে আলোচনার জন্য ছয়দিনের সফরে আজ (২২ জুলাই) দুপুরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জাপানে অবস্থানকালে বাণিজ্যমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী, এবং জেটরোর চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন। জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম দেশ। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে জাপানের অবদান অপরিসীম।

বাংলাদেশ বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে ১.০১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য জাপানে রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১.৮৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পন্য। জাপান বাংলাদেশকে শুল্কমুক্ত জিএসপি সুবিধা প্রদান করেছে, ফলে জাপানের বাজারে বাংলাদেশের তৈরী পণ্যের রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মনির হোসেন, ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুৃরী নাফিজ সারাফাতসহ ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। আগামী ২৭ জুলাই বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one + 7 =