Site icon Aparadh Bichitra

ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

ফেনী শহরের ভিতরের বাজারে আজ সকালে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় ভিতরের বাজারের বস্ত্র হকার্স মার্কেটের সোহাগ স্টোরে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশু খাদ্য পাওয়া যায়।

শিশু খাদ্যের মাঝে রয়েছে জুস, আচার, চিপস, চানাচুর ইত্যাদি। এছাড়াও তল্লাশিকালে নকল এনার্জি ড্রিংক টাইগার পাওয়া যায়। আদালত দোকানের মালিক আজিজুল হক (৫৭) কে ৫০ হাজার টাকা জরিমানা করে। ব্যবসায়ীর দুইটি দোকানের সকল মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া একই স্থানের কালাম টি স্টোর এর শেখ সাদী (৩২) কে বিধিবহির্ভূতভাবে চা মোড়কজাত করায় ৩০,হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।