ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নে ১গ্রাম পুলিশের আত্মহত্যা, বেতনের জন্য

0
705

কামরুল হাসান : ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নে এক গ্রাম পুলিশ (চৌকিদার) ১৩ মাসের বেতন না পেয়ে অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।নিহত তোফাজ্জল ৫নম্বার ওয়াডের্র তোতা  মিয়ার ছেলে।১০ই (আগস্ট) শুক্রবার সকালে, ধামরাই থানার পুলিশ সরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবার জানান,তোফাজ্জল সূয়াপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি করতেন।সে চাকরিরত অবস্থায় ১৩মাস যাবৎ কোন বেতন পাননি। বৃহস্পতিবার (৯ আগস্ট) চেয়ারম্যানের কাছে বেতনের কথা বলতে গেলে তিনি উল্টাপাল্টা গালি দেন।এসময় তিনি মন খারাপ করে বাড়িতে চলে আসেন। পরে অভিমান করে ওই রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয় টি টের পেয়ে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে, সূয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব বলেন, চৌকিদারের বেতন দেওয়ার আমি কে? বেতন দেয় সরকার এবং তা ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে। ‘তোফাজ্জল আমার পরিষদে কর্মরত ছিল না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =