লক্ষ্মীপুরে রায়পুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

0
762

এস এম আওলাদ হোসেনঃ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরে শ্রমিকদের রাস্তা অবরোধ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (১৩ আগষ্ট) সকালে ঢাকা-রায়পুর মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি পেলে সড়ক অবরোধ করে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীরা। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও আশ্বাস দিলেন শ্রমিকদের পাওনা টাকা আদায় করে দেওয়ার।

আন্দোলনকারী কয়েকজন শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বকেয়া বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। সোমবার তাদের সকল বয়েয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তা করেননি কারখানার মালিক পক্ষ। তাই বাধ্য হয়েই কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছে তারা। এছাড়াও চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের সুযোগ সুবিদা দিচ্ছে না বলেও জানান তারা। এদিকে রাস্তা অবরোধের কিছুক্ষন পরই ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণী। তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করবো। তাদের পাওনা টাকা আদায় ও শ্রমিকদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − sixteen =