গরুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও তিন নারীসহ ছয়জন নিহত

0
661

ফেনীর ছাগলনাইয়ায় গরুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও তিন নারীসহ ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন। হতাহতরা সবাই মাইক্রোবাস যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ সোমবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, লক্ষীপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস চট্টগ্রাম যাচ্ছিল। চট্টগ্রাম থেকে বিপরীত দিক থেকে কুরবানির গরুবোঝাই একটি ট্রাক মহাসড়ক থেকে ছাগলনাইয়া উপজেলা যাওয়ার জন্য ইউ টার্ন নিয়ে রাস্তা পার হতেই মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির সঙ্গে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আহত সাতজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী ২৫০ শয্যা সদর হাসপতালে পাঠানো হয়। ছয়জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। হাইওয়ের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ফেনী মহিপাল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 14 =