সলিড টিউমার ক্যান্সার প্রতিরোধী ওষুধ আবিষ্কার

0
605

ড. রথীন্দ্রনাথ বোস। নড়াইলের কৃতী সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। সলিড টিউমার ক্যান্সার প্রতিরোধী ওষুধ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমির আলী হলের সাবেক জিএস এই রথীন্দ্রনাথ বোস। প্লাটিনামভিত্তিক পরবর্তী প্রজন্মের এই ওষুধটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল পরীক্ষার আওতায় আছে। ইতিমধ্যে তা ‘ফসপ্লাটিন থেরাপিউটিকস’ নামে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের লাইসেন্স পেয়েছে। ড. রথীন্দ্রনাথ বর্তমানে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান এবং ভাইস চ্যান্সেলর ফর রিসার্চের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির রসায়ন, বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বে আছেন। তিনি ক্যান্সার থেরাপিউটিকস ও ফুয়েল-সেল ইলেকট্রোক্যাটালিস্টের ওপর চারটি অপেক্ষমাণসহ মোট ১০টি পেটেন্টের অধিকারী তিনি।

নড়াইলের সদর উপজেলার কমলাপুর গ্রামের বোস পরিবারে জন্ম গ্রহণ করেন ড. রথীন্দ্রনাথ বোস। তিনি ঐ গ্রামের বৈদ্যনাথ বসু ও তৃপ্তিলতা বসুর দ্বিতীয় পুত্র। তার আপন বড় ভাই এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস বর্তমানে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারী ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। এই বিভাগ থেকেই প্রথন শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ ১৯৭২ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রথীন্দ্রনাথ বোস। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি ১৯৭৩-৭৪ মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রসংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছরের অধিক সময় শিক্ষকতা করেন। এরপর ১৯৭৮ সালে উচ্চ শিক্ষার্থে চলে যান যুক্তরাষ্ট্রে এবং পিএইচডি শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। তবে এখনও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যই বাংলাদেশে বসবাস করছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + seven =