Site icon Aparadh Bichitra

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল নামের শ্রমিকের মৃত্যু হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল ওরফে জালু নামের বয়লার (চাতাল) শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জালু পার্শ্ববর্তী হর্ষি গ্রামের মৃত জব্বারের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের লুৎফর রহমানের (আনিছুর চাউল কল) নামের একটি বয়লার (চাতাল) দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন আব্দুল জলিল ওরফে জালু (৫২)। ঘটনার দিন বুধবার সকালে বয়লার চাতালের চুলায় জ্বাল দেয়ার মটরে বিদ্যুতের লাইন তার জোড়া দেয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জালুর মৃতদেহ বয়লার চাতালেই ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজনরা।