মন্ত্রীর এমন বক্তব্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন

0
576

আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান প্রাথমিক ১০০ জনের তালিকায় রয়েছেন- নৌমন্ত্রী শাজাহান খানের এমন বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল জানিয়েছেন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হক নওফেল। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে জাপানি দাতা সংস্থা জাইকার একটি সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নওফেল এসব কথা বলেন।

এর আগের দিন ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিআইডব্লিউটিএ’র স্টাফ কোয়ার্টার উদ্বোধনকালে শাজাহান খান বলেছিলেন, আওয়ামী লীগ প্রাথমিকভাবে অঘোষিত ১০০ জন সংসদ সদস্য প্রার্থীর তালিকা করেছে। সেই তালিকায় শামীম ওসমানের নাম রয়েছে যা আপনারা পত্রিকায় দেখতে পাবেন। তাই আপনাদের ধরে নিতে হচ্ছে আগামীতে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হচ্ছেন শামীম ওসমান। সুতরাং আগামীতে উন্নয়নের স্বার্থে শামীম ওসমানকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তাঁকে মনোনীত প্রার্থীকে আমাদের জয়ী করতে হবে। এর পর দিন সকালে নওফেল জাইকার প্রতিনিধি দল নিয়ে আসেন সিটি করপোরেশনের নগর ভবনে। নওফেল হলেন জাইকার একটি ওয়ার্কশপের কনসালটেন্ট। এ সময় তিনি সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে দুপুরে নগর ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে নওফেল মন্ত্রী শাজাহান খানের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘মন্ত্রীর এমন বক্তব্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন আমি সেটা বলবো। শৃঙ্খলা ভঙ্গ করে তিনি এসব কথা বলতে পারেন না। মনোনয়নের সিদ্ধান্ত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মনোনয়ন নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশে এ মুহূর্তে আর কারো নাই। এটা তাদের বা কারো কারো ব্যক্তিগত অভিমত পোষণ করছে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + three =