রেডক্রস রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কাজ শুরু করেছে

0
636

বান্দরবানের তুমব্রু সীমান্তের জিরো লাইনে অবস্থানকারী রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে ফিরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় মায়ানমারের রাখাইন রাজ্যের ঢেকুবনিয়া সীমান্তে রেড ক্রসের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি শিবিরে অবস্থানকারী রোহিঙ্গা নারী পুরুষ ও তাদের প্রতিনিধিদের সাথে কথা বলেন। জিরো লাইনের রোহিঙ্গাদের মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার তংপ্লাইও এলাকার আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার কথা জানায় প্রতিনিধি দলটি। এ সময় সেখানে রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তা দেয়ার কথাও জানায় প্রতিনিধি দলটি। জিরো লাইনের রোহিঙ্গারা মায়ানমারের অংশে অবস্থান করায় এখন থেকে মায়ানমারের রেডক্রস এর পক্ষ হতে খাদ্য সহায়তা দেয়ার বিষয়টি জানানো হয় রোহিঙ্গাদের। জিরো লাইনের রোহিঙ্গা আবদুল আলিম ও মাঝি দিল মুহাম্মদ জানান প্রতিনিধি দলটিকে তারা জানায় যে তারা সহায়তা চান না। তারা তাদের অধিকার ফিরে পেতে চায়। দ্রুত রাখাইনে তাদের নিজ গ্রামে ফিরিয়ে নেয়ার জন্যে রেডক্রসের মাধ্যমে মায়ানমার সরকারেরে প্রতি দাবি জানিয়েছে জিরো লাইনের রোহিঙ্গারা। রোহিঙ্গাদের সাথে কথা বলার পর রেড ক্রসের প্রতিনিধি দলটি মায়ানমারে ফিরে যায়। এদিকে রেডক্রসের প্রতিনিধি দলটির জিরো লাইন এলাকা পরিদর্শনের সময় নিরাপত্তা জোরদার করা হয়। উভয় সীমান্তে বিজিবি ও বিজিপির সদস্যরা টহল জোরদার করে। প্রসঙ্গত গত বছরের আগষ্টে মায়ানমারের রাখাইনে ব্যাপক সহিংসতায় সেখান থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমায়। এ সময় প্রায় ৫ হাজার রোহিঙ্গা অবস্থান নেয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে। ঐ শিবিরে রোহিঙ্গাদের খাদ্য শিক্ষা ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ রেডক্রস। রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির আওতায় এসব রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে মায়ানমার সরকার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + ten =