বাংলাদেশ ও মিয়ানমার হয়ে এই বুলেট ট্রেন চলাচল করবে

0
781

নতুন একটি বুলেট ট্রেন সার্ভিসের পরিকল্পনা হাতে নিয়েছে চীন।এ পরিকল্পনার আওতায় দেশটির কুনমিং প্রদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হবে।বাংলাদেশ ও মিয়ানমার হয়ে এই বুলেট ট্রেন চলাচল করবে বলে কলকাতায় নিযুক্ত চীনের কনস্যুল জেনারেল মা ঝানউ জানিয়েছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঝানউ জানিয়েছেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। তিনি বলেছেন, এই ট্রেন সার্ভিস চালু করা হলে মাত্র কয়েক ঘণ্টায় চীনের কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। মা ঝানউ বলেন, এই প্রকল্পটি হবে দুই হাজার আটশ’ কিলোমিটারব্যাপী। এর আওতায় মিয়ানমার এবং বাংলাদেশও সুফল পাবে। ফলে, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে।  ঝানউ বলেন, এই রেল সার্ভিস চালু হলে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 2 =