টেকনাফে সুপারি বাগান থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

0
487

কক্সবাজারের টেকনাফে সুপারি বাগান থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। মঙ্গলবার সকালের এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আছাদুদ-জামান চৌধুরী এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে টেকনাফ স্থলবন্দরের পাশে একটি সুপারি বাগানে ইয়াবার একটি চালান মাটির ভেতরে মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদে দমদমিয়া চৌকির বিজিবির সুবেদার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। বিজিবি কর্মকর্তা জানান, এ সময় মাটির ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার ইয়াবার দাম তিন কোটি টাকা। তিনি জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরে ঊর্দ্ধতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − two =