ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা একশ ছাড়াতে পারে

0
450

ফিলিপাইনে টাইফুন ম্যাংখুতের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এ সংখ্যা একশ’তে পৌঁছাতে পারে। কারণ একটি ভূমিধসের পর উদ্ধারকারীরা বেশ কিছু লোকের প্রাণহানির আশংকা করছেন।

ম্যাংখুতের আঘাতের পর ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলে কৃষি জমিসহ ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। এদিকে দেশটির ইটোগো শহরে বড় ধরনের ভূমিধসের পর মৃতের সংখ্যা আরো বাড়তে পাওে বলে আশংকা করা হচ্ছে। বেসামরিক প্রতিরক্ষা প্রধান রিকার্ডো জালাদ এএফপিকে বলেন,‘ইটোগোতে এখন পর্যন্ত ৫৯ জন নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা একশ’ ছাড়াতে পারে।’চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন হংকং এ আঘাত হানে এবং এতে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এ চারজনের প্রাণহানি ঘটে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 13 =