Site icon Aparadh Bichitra

সাংবাদিক-নিযাতনকারীদের, এবং সহয়তাকারী, পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা না হলে রক্ষাথে নামবে সাংবাদিকগন এস এম মোরশেদ

সাংবাদিক নির্যাতন-নিষ্পেষন বন্ধে বিএমএসএফ’র ১৪ দফা বাস্তবায়ন করুন ঢাকা ৭ আগষ্ট ২০১৮: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর সমাবেশে বক্তারা বলেছেন, সাংবাদিক নির্যাতন-নিষ্পেষন বন্ধে বিএমএসএফ’র ১৪ দফা বাস্তবায়ন করুন। সারাদেশের সাংবাদিক সমাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিবেদিত। অতএব, এই সময়ে আর কোন সাংবাদিক যেন নির্যাতিত-নিষ্পেষিত না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তা না হলে লোভি-স্বার্থন্বেষি মহল-স্বাধীনতা বিরোধীচক্র দেশের সকল সুফল ধ্বংশ করে দিতে পারে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর-এর লিখিত বক্তব্যর পর সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম এম শামসুল আলম নিক্সন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন’র চেয়ারম্যান এসএম মোরশেদ। ৭ আগস্ট সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড: কাওসার হোসাইন, ঢাকা জেলার উপদেষ্টা কলিম এম জায়েদী, সেভ দ্য রোড’র প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, এনপিএস’র চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম, বিএমএসএফ’রসহ-সভাপতি জাহাঙ্গীর হোসাইন, হেদায়েত উল্লাহ মানিক, স্থায়ী কমিটির সদস্য জালাল উদ্দিন জুয়েল, শহীদুল ইসলাম, জসীম মাহামুদ, আইন সম্পাদক এ্যাড. আবদুর রহমান, সহ-সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক পিনাকী দাস, আইটি সম্পাদক মাজনুন মাসুদ, কেন্দ্রীয় সদস্য স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের খান, সদস্য নান্টু লাল দাস, এম এ আকরাম, ঢাকা জেলা কমিটির সমন্বয়কারী মুছা মোরশেদ, যুগ্ম-আহবায়ক উজ্জ্বল ভূইয়া, ফাতিমা আক্তার রানী, কাজী সালাউদ্দীন কাদের, রিতা আক্তার রিয়া, মমতাজ বেগম, এফবিজেও’র সদস্য কাজী শফিউর রহমান, তাসলিমা আক্তার প্রমুখ। সংহতি প্রকাশ করেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর হোসাইন।