২ লাখ পিস ইয়াবা উদ্ধার

0
531

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি। তবে অভিযানে কেউ আটক হয়নি। বুধবার ভোরে উপজেলার জালিয়াপাড়া ও নয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, ভোরে একটি ট্রলারে করে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জালিয়াপাড়া নতুন জেটির সংলগ্ন নাফনদীতে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের একটি দল অবস্থান নেয়। এ সময় একটি ট্রলারকে থামানোর জন্য সংকেত দিলে পাচারকারীরা একটি পলিথিনের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ভাসমান পলিথিনের বস্তা হতে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা। ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, টেকনাফের নয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার দাম দেড় কোটি টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে,যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four − two =