ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের রাজনৈতিক মাঠ সরগরম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষি ব্যাংক চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাই

0
980

জাকির সিকদার, রাজাপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। ২২ ও ২৩ শে সেপ্টেম্বর মননোনয়ন প্রত্যাশী মোহাম্মাদ ইসমাইল ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) তার নিজ এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেন। ২০১৪ সালের নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারকদের বক্তব্যে চলতি বছরের ডিসেম্বরে একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বার্তায় দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে বইছে আগাম নির্বাচনী হাওয়া। ভোটের প্রস্তুতি নিয়ে প্রচারনা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা। ভোটের আমেজে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুল চেরা বিশ্লেষণ। নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ আসনের নিজ নিজ দলের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে নানা কর্মসূচীতে অংশ নিয়ে নিজেদের প্রার্থীতা জানান দিয়েছেন। তবে এখন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনায়ন প্রত্যাশীরা চেয়ে আছেন।

এদিকে মনোনয়ন প্রত্যাশীরা প্রচার প্রচারনা শুরু করেছে। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করতে নিয়মিত দলী প্রোগ্রামসহ মতবিনিময় সভা, পথসভা, ব্যনার, ফেস্টুন দিয়ে ব্যপক প্রচার প্রচারনা করছেন তাদের নিজ নিজ এলাকায়। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতে ২০শে সেপ্টেম্বর ঢাকা থেকে বিমান যোগে বরিশালে আসেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাটি ও মানুষের নেতা মোহাম্মদ ইসমাইল। মোহাম্মাদ ইসমাইল বরিশাল বিভাগ কল্যান সংস্থার সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সফল চেয়ারম্যান। বরিশালে কৃষি ব্যাংকের বিভাগীয় অফিসে ব্যাংক কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে অংশগ্রহন করেছেন। বরিশালে প্রোগ্রাম শেষ করে তিনি ঝালকাঠির সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন বলে জানিয়েছে বিশ্বস্থ সূত্র। ২১ শে সেপ্টেম্বর বরিশাল বিভাগ কল্যান সংস্থার উদ্যোগে শেরে বাংলা স্মৃতি বিত্তি প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক। এছাড়াও সরকারী, বেসরকারি ও বরিশালের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২১ শে সেপ্টেম্বর ঝালকাঠি জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়, প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের করে ২২ সেপ্টম্বর রাজাপুর-কাঠালিয়াতে গনসংযোগ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =