Site icon Aparadh Bichitra

রূপসায় ২টি লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

রূপসা প্রতিনিধি:খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের  ২ টি স্পট থেকে থানা পুলিশ ২ জনের লাশ উদ্ধার করেছে। উভয় পরিবারের অভিযোগ তাদেরকে দুস্কৃতকারীরা হত্যা করেছে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে গত ১১ সেপ্টেম্বর তেরখাদা উপজেলার আড়কান্তি মধ্যপাড়া গ্রামের ঝড়– শেখের পুত্র, ভ্যান চালক শামীম শেখ (১৫) বাড়ী থেকে বের হয়। অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে গতকাল ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার শিয়ালী-চাদপুর সড়কের পাশে একটি হোগলা বাগানের মধ্যে তার গলিত লাশ পাওয়া যায়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে সন্ত্রাসীরা তাকে হত্যা করে তার কাছে থাকা ভ্যানটি ছিনিয়ে নিয়েছে। অপরদিকে আলাইপুর গ্রামের মুস্তাকিন শিকদারের পুত্র মুসা শিকদার (১৬) এর লাশ থানা পুলিশ উদ্ধার করে ভৈরব নদীতে ভাসমান অবস্থায়। পারিবারিক সূত্রে জানাগেছে গত ১৯ সেপ্টেম্বর রাতে মুসা শিকদারকে তার পিতা তাদের দোকান ঘরে ঘুমাতে পৌছে দিয়ে বাড়ী যায়। সকালে উক্ত দোকানে মুসা শিকদারকে না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুজতে থাকে। অবশেষে গত ২০ সেপ্টেম্বর বাড়ী থেকে মাত্র ৫০০ গজ দুরে ভৈরব নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। মুছা শিকদারের নাক ও চোখ দিয়ে ব্যাপক রক্ত ঝরছিল। পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কতিপয় সন্ত্রাসীরা তাকে হত্যা করে নদীতে ফেলে রেখেছে। এ ব্যাপারে রূপসা থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ উদঘটন করা সম্ভব হবে।  এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।