Site icon Aparadh Bichitra

সোনারগাঁয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা র্্যালি অনুষ্ঠিত হয়েছে

জাকিয়া সুলতানা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও র্্যালি অনুষ্ঠিত হয়েছে। (২২সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ঘটিকায় রয়েল রিসোর্ট এ কমিনিটি পুলিশের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মতবিনিময় সভায় পুলিশ সুপার আনিসুর রহমান কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম(পিপিএম) এর সভাপতিত্বে ও উপজেলা কমিনিটি পুলিশের সভাপতি গাজী মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অন্ঞ্চল) খোরশেদ আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্ আলম রুপম,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা কমিনিটি পুলিশের সম্পাদক মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, জামপুরের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, বেদ্যোর বাজার ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ ,মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউনিয়নের খোকন জহিরুল, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড ছনিয়া আক্তার, প্রমুখ। প্রধান অতিথির কক্তব্যে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,সোনারগাঁ কে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ, জুয়া, ইভটিজিং মুক্ত করবো সকলের প্রচেষ্টায় সোনারগাঁ থানাকে মডেল থানা হিসেবে গড়ে তুলবো।তিনি বলেন মাদক ব্যাবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে সেই অনুসারে তাদের শাস্তি দেওয়া হবে। আরো বলেন যদি কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় তা সত্য প্রমানিত হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। পরিশেষে সোনারগাঁ বাসীর মঙ্গল কামনা করেন।