এইডস, সহিংসতা ও সড়ক দুর্ঘটনার চেয়ে এলকোহল পানে মৃত্যুর হার বেশি

0
560

এলকোহল পান করে প্রতিবছর বিশ্বে ৩০ লাখ মানুষ মারা যায়। এইডস, সহিংসতা ও সড়ক দুর্ঘটনা মিলিয়ে মোট যে পরিমাণ মানুষ মারা যায় এ সংখ্যা তার চেয়েও বেশি। শুক্রবার এ কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ বিষয়ে সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এ সংস্থা। এতে বলা হয়েছে, প্রতি বছর বিশ্বজুড়ে যে পরিমাণ মানুষ মারা যান তার প্রতি ২০টি মৃত্যুর মধ্যে একজনের বেশি মারা যান এলকোহলজনিত কারণে। এর মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। এলকোহল পানে যারা মারা যান তার এক তৃতীয়াংশেরও বেশি মানুষ মারা যান এই এলকোহল পানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম ঘেব্রিয়েসাস এক বিবৃতিতে বলেছেন, এলকোহল ব্যবহারের ফলে সহিংসতা হয়। অনেকে আহত হয়। মানসিক সমস্যা দেখা দেয়। ক্যান্সার ও স্ট্রোকের মতো রোগ দেখা দেয়। এর কুপ্রভাবে বিপুল পরিমাণ মানুষ, তাদের পরিবার ও সম্প্রদায় ভুগছে। এলকোহল পানের সঙ্গে লিভার সিরোসিস সহ বেশ কিছু ক্যান্সার সহ ২ শতাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + two =