” স্বপ্নকন্যা “

0
873

                 ইমতিয়াজ রকি
গম্ভীর আর মায়ায় ভরা
হতে হবে সে চোখ জোড়া,
চলনে বইবে আভিজাত্যের ছায়া
রহস্যময় হবে তার ধরা,

রাজকন্যা সে আমার কল্পনায়
সাজিয়েছি আমার স্বপ্নচূড়ায়
নায়িকা সে আমার এ কবিতায়,

হাজারো জনতার নির্জনতায়
অদ্ভুত প্রকৃতির বাস্তবতায়
আমার আমিকে ভাবায়,

কে জানবে আমায় ?
স্বপ্নকন্যাটা কোথায় ?

যেতে হবে বহূদূড়
তের নদী সাত সমুদ্দুর
সেথা হতেও অনেক দূড়,

তবু সেই অন্ধ প্রেমিক
প্রাণে নিয়ে আশার ঝিলিক,
পাড়ি জমায় অজানায়
শুধু তাকে পাবার আশায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five − three =