ঢাকা ৪ নৌকায় চাই আন্দোলন

0
622

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের দাবিতে আন্দোলনে ক্রমশ একাট্টা হতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা প্রতিনিয়ত ও সভা-সমাবেশ করে নৌকার পক্ষে কথা বলছেন। আর কোনো কারণে এ আসনে নৌকার প্রার্থী দেওয়া না হলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে কেউ কেউ। ঢাকা ৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়া। নৌকা প্রতীকের দাবিতে বিভিন্ন সভা-সমাবেশ মিছিল এমনকি কেন্দ্রীয় নেতাদের কেউ অবগত করা হয়েছে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নেতা-কর্মীদের দাবিকে উপেক্ষা করে এ আসনে লাঙ্গল প্রতীকেই থেকে যাচ্ছে। সূত্রমতে ঢাকা ৪ আসনটি জোটের কারনে গত নির্বাচন থেকে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে আছে। আর তাই এবার কোন ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা ৪ আসনে নৌকা প্রতীকের নির্বাচন চায় । শ্যামপুর কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য হচ্ছে লাঙ্গল প্রতীক দিতে হলে অন্য কোন জায়গায় ছাড় দেয়া হোক । ঢাকা ৪ এ আর কোন ছাড় দিতে রাজি নয় তারা। তারা কোন ভাড়াটিয়া প্রার্থী চান না।নেতাকর্মীদের জানান ঢাকা ৪ আসনে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়া হয়নি। নেতাকর্মীরা নৌকায় ভোট দিতে পারেননি। ফলে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির কর্মীদের হাতে নির্যাতিত হয়ে আসছে । এখানে দলের সাংগঠনিক অবস্থা ও বেশ দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় দলকে শক্তিশালী করার জন্য ঢাকা ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর দেয়া খুবই জরুরী। অন্যথায় ঢাকার আসনগুলোতে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে ও দলীয় সূত্র মতে জানা যায,় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীর সবগুলো সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করা হলেও বাদ রয়েছে ঢাকা ৪ ও ৬ সংসদীয় আসন। ঢাকা ৪ আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা ৪ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ । তারা দুজনেই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের টিকেটে এমপি নির্বাচিত হয়েছেন । শ্যামপুর কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জয় বলেছেন ঢাকা ৪ আসনে নৌকার প্রার্থী দিতে হবে দেশের অন্য এলাকা থেকে জাতীয় পার্টিকে ছাড় দিলেও আগামীতে যাতে ঢাকা ৪ আসনে নৌকা ছাড়া বিকল্প কোন কিছু ভাবা না হয় সে বিষয়টিকে দলীয় সভানেত্রীকে জানানো হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 1 =