রাজাপুরে ডিজিটাল পদ্ধতিতে স্কুল স্টুডেন্ট হাজিরার উদ্বোধন

0
660

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ডিজিটাল পদ্ধতিতে হাজিরার শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল।এসময় উপস্থিত ছিলেন ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম খলিফা ও প্রধান শিক্ষীকা কবি মাহামুদা বেগম।স্কুলের ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য সততা স্টোর করা হয়েছে।

সিসি ক্যামেরার মাধ্যমে অত্র স্কুলের সকল দেখার মধ্যে দিয়ে মডেল স্কুল ডিজিটাল পদ্ধতি চালু হওয়া সরকারের এক উন্নয়নের সাফল্য মনে করেন প্রধান শিক্ষীকা কবি মাহমুদা খানম।এব্যাপারে তিনি আরো বলেন,রাজাপুরে সদর উপজেলায় মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়টিতে লেখা পড়ার মান ভাল হওয়াতে ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেশি।এখানে যে ক্লাস রুম রয়েছে তাহাতে হয়না।স্কুলটি উন্নতিকল্পে ৩/৪ তলা ভবন হলেও স্থান হবেনা ছাত্র-ছাত্রীদের বসানো রুম।অনেক বেশি ও বাড়তেছে দিন দিন ছাত্র-ছাত্রীদের সংখ্যা।এজন্য এক পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার খুব খুশি এ ডিজিটাল পদ্ধতি ব্যাবহার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + 20 =