৩ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

0
880

মেহেরপুরে ৩ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা মাহমুদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১০ টার দিকে মেহেরপুর অগ্রনী ব্যাংক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাহমুদুল করিম মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আবুল কাশেমের ছেলে ও মেহেরপুর অগ্রনী ব্যাংকের ক্যাশ অফিসার। অগ্রনী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ জানান, ২২/০৪/১২ ইং তারিখ থেকে ১৫/০৫/১৭ ইং তারিখ পর্যন্ত অভ্যন্তরীণ খাত থেকে প্রাথমিক অবস্থায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। আত্মসাতকৃত টাকার পরিমাণ বাড়তে পারে। কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, অগ্রনী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ বাদী হয়ে ক্যাশ অফিসার মাহমুদুল করিমের বিরুদ্ধে ৩ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জিএম আহসান হাবিব জানান, মামলার পরপরই অগ্রনী ব্যাংকের ক্যাশ অফিসার মাহমুদুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + sixteen =