মুজিব আদর্শের আরেক নাম ত্যাগী ব্যক্তিত্ব আলহাজ্জ্ব মোঃ মোশাররফ হোসেন আলমগীর

0
977

নোয়াখালী সেনবাগ আংশিক সোনাইমুড়ি-২ আসন অতীত থেকেই বিএনপি অধ্যাষিত এলাকা কিন্তু বর্তমান আওয়ামীলীগের সুশাষনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সেনবাগবাসী সামিল হয়েছে আওয়ামীলীগ পরিবারে। সেনবাগ বাসীর অভিমত-এই ধারা অব্যাহত রাখতে হলে সেনবাগের কবি সাহিত্যেক হাজী মোঃ মোশারফ হোসেন আলমগীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ কৃষকলীগ, গ্রন্থনা ও সাহিত্য সম্পাদক প্রমিত বাংলা পরিষদ,ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী কল্যাণ সোসাইটি- সাধারণ সম্পাদ, ঢাকাস্থ সেনবাগ আওয়ামীলীগ পরিষদের সহ- সভাপতি,সেনবাগ কল্যাণ সমিতির আজীবন সদস্য।

সেনবাগে যার কোন বিকল্প নেই। যিনি সদা হাস্যউজ্জ্বল, যার ভিতর কোন ভেদাভেদ নেই। যার পদ- পদবী নিয়ে কোন চাহিদা নেই,যখন যেখানে যেমন সেখানে নিরলস নিঃস্বার্থভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আওয়ামীলীগের জন্য লড়াই করে যাচ্ছেন সমাজ সেবক, সৎ, যোগ্য, ত্যাগী ব্যাক্তিত্ব।সেনবাগের বর্তমান প্রক্ষাপটে দলীয় সকল কুন্দলকে দূরে সরিয়ে তিনিই পারবেন সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামীলীগের পতাকাতলে ধরে রাখতে। এই আসনে বহুকাল ধরে আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন বহু ভাগে বিভক্ত,কারো সাথে কারো সনম্বয় নেই,তাই বিদ্রোহী প্রার্থী হয় অনেকে, নির্বাচনের যুদ্ধে গিয়ে সিট টি আমাদের হারাতে হবে।এ। সেনবাগবাসী আলহাজ্জ্ব মোশারফ হোসেন আলমগীরকে নৌকা প্রতীকের জনপ্রতিনিধি (এমপি) হিসাবে পাওয়ার জন্য নমিনেশন দিলে-সেনবাগের সর্বস্তরের মানুষের ধারণা তখন আর কারো কোন অভিযোগ,অনুযোগ থাকবেনা- সবাই এক হয়ে কাজ করবেন আর এই নেতার সেই গুন মনমানসিকতা আছে- কাহকে বঞ্চিত না করে সবাইকে নিয়ে কাজ করার । আর এজন্যই নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক এলাকার মানুষ আলহাজ্জ্ব মোশারফ হোসেন আলমগীরকে জনপ্রতিনীধি হিসেবে তাদের পাশে দেখতে চায়।। এলাকার যে কয়েক জনের নাম এসেছে তার মধ্যে-উনার নাম হাই কমান্ডে কারো অজানা নয় বলে এলাকা বাসীর ধারনা? সবদিক থেকে আলহাজ্জ্ব মোশারফ হোসেন আলমগীর এগিয়ে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + 9 =