সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী

0
703

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বিএফডিসি সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। বর্তমানে শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক মালবাহী ট্রাক চলাচল করে এ সড়ক দিয়ে।

এ ছাড়া কোস্ট গার্ড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষের চলাচলও রয়েছে এ সড়ক দিয়ে। তাই স্থানীয়দের দাবি, সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। দাবি আদায়ে তারা বিভিন্ন সময় মানববন্ধনও করে। সরেজমিনে বৃহস্পতিবার কর্ণফুলী চরপাথরঘাটা ইছানগর এলাকার বিএফডিসি সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হলেও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালবাহী ট্রাক চলাচল করায় দ্রুত তা নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বর্তমানে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরো বড় আকার ধারণ করেছে। সড়কটির এক অংশে বড় গর্ত তৈরি হয়ে হাঁটু পরিমাণ পানি জমে আছে। আর পানির ওপর দিয়ে চলাচল করছে সিএনজি ট্যাক্সি ও মালবাহী ট্রাক। এ কারণে সাধারণ মানুষ চলাচলে কাদায় কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। স্থানীয় সিএনজিচালক নুরুল ইসলাম বলেন, ‘আমরা এ সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালিয়ে রাতে বাড়িতে গেলে ঘুম থেকে আর উঠতে পারি না। সড়কটি দেখার মতো এলাকায় যেন কেউ নেই। দ্রুত এ সড়কটি সংস্কার করলে এলাকার সাধারণ মানুষ ও চালকদের সুবিধা হবে। কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ বলেন, এ সড়কটি নিয়ে সংস্কারের দাবিতে এলাকায় কয়েকবার মানববন্ধনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসি বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। তবুও এ সড়ক সংস্কারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এ ব্যাপারে চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ বলেন, সড়কটির বিষয় নিয়ে সড়ক বিভাগ ও কোস্ট গার্ডের সঙ্গে কথা বলব দ্রুত সংস্কার করার জন্য। এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা তোফায়েল মিয়া কালের কণ্ঠকে বলেন, বিএফডিসি সড়ক দিয়ে ভারী যানবাহন চলার কারণে সংস্কার করার পরও সেটি দ্রুত নষ্ট হয়ে যায়। তবে আমরা শিগগিরই সংস্কারের কাজ শুরু করব।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × four =