সাভারে প্রকাশ্যে বাড়ি ভেঙ্গে জমি দখলের চেষ্টা, টার্কির ফার্ম ধংস

0
662

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের বিরুলিয়ায় প্রকাশ্যে এক নিরীহ পরিবারের জমি ও বাড়ি দখলের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১১ই অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিরুলিয়া ইউনিয়নের পূর্ব সামাইর এলাকার ইউনুস দেওয়ানের বাড়িতে ভেকু দিয়ে ভাংচুর চালিয়ে ৯ শতাংশের বাড়ি ও জমিটি দখলের চেষ্টা করা হয়। এসময় ভেকুর আঘাতে ভেঙ্গে দেওয়া হয় বাড়ির রান্নাঘর, বাথরুম এমনকি টার্কি মুরগীর খামার পর্যন্ত।

ভুক্তভোগী ইউনুস দেওয়ান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবদ পার্শ্ববর্তি জি.এম গার্মেন্টেস এর মালিক মো. গোলাম মাওলা জাল দলিল তৈরী করে ৯ শতাংশের ঐ জমিটি নিজের দাবি করে দখলের চেষ্টা করে আসছিলো। এঘটনায় বিজ্ঞ আদালতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত একটি মামলা চলমান থাকা অবস্থায় আজ সকালে গোলাম মাওলার নির্দেশে সন্ত্রাসীরা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীরা ভেকু দিয়ে ভুক্তভোগী ইউনুস দেওয়ানের বাড়ির রান্নাঘর, বাথরুমসহ একটি টার্কি মুরগীর ফার্ম ভেঙ্গে ফেলাসহ সন্ত্রাসীদের হামলায় নারীসহ ঐ পরিবারের ২ সদস্য আহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজগর আলী ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অন্যদিকে অভিযুক্ত গার্মেন্টস মালিক গোলাম মাওলার সাথে একাধীকবার যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হলেও ঘটনাস্থলে উপস্থিত মো. আজিম উদ্দিন নামে গার্মেন্টস মালিকের এক প্রতিনিধি জানান, জমিটি ৫ বছর পূর্বে ইউনুস দেওয়ান গামেন্টস মালিকের কাছে বিক্রয় করলেও এখন অবধী জমিটির দখল বুঝিয়ে না দেওয়ায় তারা জমিটি দখল নেওয়ার চেষ্টা করেছেন। তবে আদালতে ঐ জমিটি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় কেন তারা বসতবাড়ি ভাংচুর করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি। এঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক ইউনুস দেওয়ানের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one + 8 =