নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনেকেই সন্দেহ প্রকাশ করছে : এরশাদ

0
528

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। অনেকেই নির্বাচন অনুষ্ঠানেরও ব্যাপারেও সন্দেহ প্রকাশ করছে। ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাপা।

এ কর্মসূচি সফল করতে বিবৃতিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনেকের সন্দেহ থাকলেও গণতান্ত্রিক শাসন বহাল রাখা এবং দেশে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মহাসমাবেশে দলের নির্বাচনী নীতিমালা ঘোষণা করা হবে। জাতীয় পার্টির সর্বস্তরের কমিটির সদস্যদের মহাসমাবেশে উপস্থিতি বাধ্যতামূলক করেছেন এরশাদ। তিনি বিবৃতিতে বলেছেন, মহাসমাবেশ হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব শেষ মহাসমাবেশ। তাই এতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এরশাদই শেষ ভরসা: জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি ও হুসেইন মুহম্মদ এরশাদই শেষ ভরসা। রোববার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রুহুল আমিন হাওলাদার আরও বলেন, মহাসমাবেশ থেকে এরশাদ নির্বাচন ও জোট নিয়ে দিকনির্দেশনা দেবেন। ক্ষমতা ছাড়ার পর সাতাশ বছরের প্রতিটি সংসদে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনেও ৩০০ আসনে অংশ নিতে প্রস্তুতি রয়েছে তাদের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + eighteen =