Site icon Aparadh Bichitra

বন্ধুকযুদ্ধে চরমপন্থী দলের নেতা নিহত

টাঙ্গাইলে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামের চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়।

রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন। এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যেমে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম পৌছলে র‌্যাবকে লক্ষ্য করে চরমপন্থির নেতারা গুলিছুড়ে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে বেশকিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর্যায়ে পূর্ব ফরহাদ গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে অন্যন্য নেতারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি গালা ইউনিয়নে। এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কন্সটেবল হাবিবুর রহমান আহত হয়েছে।