রুপসা উপজেলা পাঠাগারটি অযত্নে অবহেলায় দীর্ঘদিন বন্ধ, নষ্ট হচ্ছে মুল্যেবান সামগ্রী

0
563
রুপসা প্রতিনিধিঃ-খুলনার রুপসা উপজেলার একমাত্র পাঠাগারটি অযত্নে অবহেলায় দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মুল্যেবান সামগ্রী।বিষয়টি দেখার কেউ নেই।সরেজমিনে শুক্রবার (১৯অক্টোবর) সকালে উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে থাকা উপজেলা পাঠাগারে গিয়ে দেখাযায়,ভবনটির জরাজীর্ণ অবস্থা। দুটি দরজা থাকলেও তার একটি পুরোপুরি ভাঙ্গা। ভিতরে রয়েছে মুল্যেবান বই আসবারপত্র।
সেগুলো দিনের দিন সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে স্থানিয় বাসিন্দা কালাম শেখ জানায়, পাঠাগাররি দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা নতুন নতুন লেখকের লেখা বই পড়তে পারিনা।যদি কর্তৃপক্ষ পাঠাগারটি সংস্কার করে তাহলে আমরা আগের মত পাঠাগারে বই পড়ে  জ্ঞান অর্জন করতে পারবো।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 5 =