হোম শিক্ষা ভবন ‘আমি মুজিব হবো’বই পড়া প্রতিযোগিতা পুরষ্কার পেলো ২২২ জন শিক্ষার্থী

0
1056

বেলায়েত হোসেন: কোচিং এসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত আমি মুজিব হব শীর্ষক বঙ্গবন্ধু বিষয়ক বই পড়া প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে জয়যাত্রা একাডেমিক কেয়ারের অষ্টম শ্রেণির ছাত্র মুনতাসিন তানজিম সিয়াম এবং ‘খ’ বিভাগে প্রথম হয়েছে বাংলাদেশ ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির ছাত্র নাফিস আহমেদ তাসিন। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনকে নবীন প্রজন্মের অন্তরে ধারণ করানোর প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত ‘আমি মুজিব হব’ শীর্ষক বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তেজগাঁও থানা আওয়ামীলীগ এর সভাপতি প্রফেসর মোঃ আবদুর রশীদ, দৈনিক কালের কণ্ঠ এর নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ‘ক’ গ্রæপের ১ম স্থান অর্জনকারীকে নগদ ১৫ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। ‘খ’ গ্রæপের ১ম স্থান অর্জনকারীকে নগদ ৩০ হাজার, ২য় স্থান অর্জনকারীকে ২০ হাজার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া আরও ২ শতাধিক ছাত্র-ছাত্রীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, একজন রাজনীতিবিদের জীবনী দীর্ঘসময় অধ্যায়নের পর পরীক্ষা নিয়ে পুরস্কার প্রদান করে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করল কোচিং এসোসিয়েশন, বাংলাদেশ। আরও বলেন, এই প্রতিযোগিতার বিয়ষটি গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে স্থান পাওয়া উচিৎ। উল্লেখ্য গত ২৯ সেপ্টম্বর ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একই সাথে প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ‘খ’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা রাসেলের দিনগুলি এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অধ্যয়ন করে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আকমল হোসাইন ও তাসলিমা গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কোচিং এসোসিয়েশন, বাংলাদেশের যুগ্ম আহবায়ক মহামুদুল হাসান সোহাগ, আবু রায়হান, মাহবুব আরেফিন, মামুনুর রশীদ, শামাসেয়ারা খান ডলি প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচিং এসোসিয়েশন, বাংলাদেশের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমাদুল হক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + sixteen =