Site icon Aparadh Bichitra

খাসোগির মৃত্যুর ব্যাপারে সৌদি যে ব্যাখ্যা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প

সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর ব্যাপারে সৌদি আরব কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার সৌদি আরব প্রথমবারের মতো স্বীকার করে যে, খাসোগি মারা গেছেন।

দেশটির অ্যাটর্নি জেনারেলের এক বিবৃতিতে বলা হয়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সৌদি এজেন্টদের সঙ্গে ঘুষাঘুষি করতে গিয়ে তিনি মারা যান। তবে এ ব্যাখ্যা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। খবরে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ মনে করে, সৌদি সরকারের সমালোচক খাসোগিকে হত্যা করা হয়েছে। তার লাশও খন্ডবিখন্ড করা হয়। ট্রাম্প সৌদি আরবের এই ব্যাখ্যার ব্যাপারে বলেন, ‘উত্তর পাওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট নই।’ তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে সৌদির সঙ্গে চলমান অস্ত্র চুক্তি বাতিল না করাই সমীচীন। কারণ, ওই চুক্তি বাতিল হলে যতটা সৌদি আরব ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে বেশি হবে যুক্তরাষ্ট্র। তবে তিনি বলেছেন, এ-ও সম্ভব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকান্ড সম্পর্কে জানতেন না। শুক্রবারের আগ পর্যন্ত সৌদি আরব খাসোগির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানে না বলে দাবি করে। তারা আরও দাবি করে, খাসোগি কনস্যুলেট থেকে জীবিত বের হয়েছিলেন। তুরস্ক বলেছে, খাসোগি কিভাবে নিহত হয়েছিলেন তার বিস্তারিত তারা প্রকাশ করবে। সরকারিভাবে তুরস্ক এখনও সৌদি আরবকে ওই হত্যাকান্ডের জন্য দায়ী করেনি। তুরস্কের তদন্তকারীরা অবশ্য বলছেন, তাদের কাছে অডিও ও ভিডিও রয়েছে, যেখানে দেখা যায় সৌদি কনসু্যুলেটের মধ্যেই দেশটির একদল এজেন্ট খাসোগিকে হত্যা করছেন। পুলিশ খাসোগির লাশের সন্ধানে কনস্যুলেট, কনসাল জেনারেলের বাসভবন ও পাশের একটি বনে খুঁজে দেখেছে।