আউলিয়া পুর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপদ সড়ক চেয়ে মানব বন্ধন

0
790

বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নে আউলিয়া পুর গ্রামে আউলিয়া পুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চেয়ে মানব বন্ধন করেছে । ২২ অক্টোবর সকাল ১০টায় বরিশাল- পটুয়াখালী মহা সড়কে বার আউলিয়া দরবার শরীফ এর সামনে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির প্রেসেডিয়াম সদস্য বিশ্বাস মুতিউর রহমান বাদশার নেতৃত্বে এই মানব বন্ধন করে। বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বহু স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনগন। সড়ক দুর্ঘটনার মূলে রয়েছে গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন না মানা।

এ ছাড়াও রয়েছে জেব্রাক্রসিং ও ফ্লাই ওভার দিয়ে জন সাধারন চলাচল না করা, রাস্তায় চালকরা মদ্যপান অবস্থায় গাড়ী চালায়। ফলে ঘটে যাচ্ছে মারাতœক দুর্ঘটনা। ওভার ট্রেকিং, ফিটনেস বিহীন গাড়ী, অতিরিক্ত যাত্রী বোঝাই, অদক্ষ্য চালক ইত্যাদির ফলে ও ঘটেছে সড়ক দুর্ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, চালকেরা রাস্তার পাশে দাড়িয়ে থাকা মানুষের উপর দিয়ে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যায়। প্রতি বছর বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ফলে ঝরে যাচ্ছে হাজার হাজার তাজা প্রাণ। এরই প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশের অন্যান্য স্কুলের ন্যায় বাকেরগঞ্জে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উক্ত বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজ এর উদ্যেগে “পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির” এই স্লোগানের মাধ্যমে নিরাপদ সড়ক চেয়ে মানব বন্ধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গির হোসেন হাওলাদার, বাকেরগঞ্জ প্রেসক্লাব ও আর্ন্তজাতিক মানবাধিকার কমিশনের সহ-সভাপতি অধ্যক্ষ মো: সহিদুল ইসলাম স্বজন, সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) বাংলাদেশ এর পরিচালক তালুকদার মো: শহীদ, ইউ পি সদস্য হাজী মো: মাহাবুব খন্দকার, সমাজ সেবক মো: মন্নাফ খলিফা, মো: নুর মোহাম্মাদ বিশ্বাস, ম্যানেজিং সদস্য মো: ইউনুছ শেখ, সমাজ সেবক মো: জাহাঙ্গির মোল্লা, মো: বজলুর রহমান খান সহকারী শিক্ষক মো: সুমন বিশ্বাস, ট্রাফিক কনেষ্ট্রবল মো: জাফর ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 16 =