জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৯ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মুরাদ জং এর নেতাকর্মীদের বিশাল শো-ডাউন

1
871

স্টাফ রিপোর্টারঃমানুষ যে তার প্রিয় নেতাকে এত ভালবাসতে পারে তা আমার জানা ও দেখা ছিল না তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে সাভার-আশুলিয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বৃষ্টিকে অপেক্ষা করে ২০ থেকে ২৫হাজার নেতা-কর্মীর সমাবেশ হয় তাদের নেতা মুরাদ জং এর জয়যাত্রা অক্ষুন্ন রাখার জন্য নেমে পড়েছে রাস্তায়।নেতাকর্মীদের প্রানের দাবী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৯ আসনের নৌকা প্রতীকে তালুুুকদার মোঃতৌহিদ জং কে মনোনীত করা হক।তাই ফেস্টুন ছিড়ে ফেলে কি মুরাদ জং কে সাভার -আশুলিয়ার মানুষের কাছ থেকে মুুছে ফেলা যায়।মুরাদ জং তো মানুষের হৃদয়ে বাস করে।তার নম্রতা,ভদ্রতা,সদ্যহাস্য দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সবার।আত্মার পবিত্রতা ফুটে উঠেছে তার চেহারাতে।

রাজনীতিরকুট চালে পিষ্ঠ হতে হবে না আর তাকে।এই অক্টোবরে করা হবে আওয়ামী লীগ থেকে মনোনীত ৩০০ প্রার্থীর তালিকা। ইতোমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিকট সকল প্রার্থীদের নামের তালিকা হস্তান্তর করা হয়েছে। দলটির নীতিনির্ধারকদের সাথে কথা বলে এমন তথ্য ও আভাস পাওয়া গেছে। এদিকে প্রার্থী বাছাইয়ে এবার পরপর ২ বার ক্ষমতায় থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ বিশেষ নিয়ম অনুসরণ করেছে। অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে জনপ্রিয় ও জনন্দিত মনোনয়ন প্রত্যাশী নেতাদের তারা দল থেকে মনোনয়ন দিতে যাচ্ছে। একজন আদর্শ নেতার মধ্যে যেসব বৈশিষ্ট্য ও গুণাবলি থাকা দরকার তার সবই এই ৩০০ জন প্রার্থীদের মধ্যে আছে বলে জানিয়েছে দলটির নীতিনির্ধাকরা। মূলত টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের লক্ষ্যে দলটি এবার এতটা বিচার বিশ্লেষণ করে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে আওয়ামী লীগের জন্য অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। কেননা ইতোপূর্বে কখনোই প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এতটা বিচার বিশ্লেষণ করেনি। তাই প্রার্থী মনোনয়নে এই সূক্ষ্ম-বিচার বিশ্লেষণ আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৯ আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা নৌকা প্রতীক থেকে মনোনয়নের জন্য আলোচিত হলেও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মুরাদ জংই পেতে যাচ্ছে এ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন। তাই তার সমর্থকদের মাঝেও যেনো আনন্দের সীমা নেই। ইতোমধ্যেই তার সমর্থকদের ব্যাপক প্রচার প্রচারণায় ঢাকা-১৯ আসনের নির্বাচনী এলাকায় তার জয়জয়কার চলছে। প্রতিটি মহল্লা তার ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রচার প্রচারণাতেও পিছিয়ে নেই জং সমর্থকরা। এখনো পর্যন্ত প্রচার প্রচারণায় জং সমর্থকরা সবচেয়ে বেশি এগিয়ে আছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 4 =