Site icon Aparadh Bichitra

টাকা হলেই মা ইলিশ অবাধে পাওয়া যায় আইন শৃঙ্খলা বাহিনীর খবর নেই .দফারফায় ছয়লাভ

মাজহারুল ইসলাম রৌমারী: কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম-গাইবান্ধা-জামালপুরের
ব্রক্ষনপুত্র নদীর মা ইলিশের হাটে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা নেই। মা ইলিশ ধরা একজন জেলের সঙ্গে কথা বলে জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীরা কেনইবা মা ইলিশের হাটে আসেনা. তখন জেলে বলে ভাই টাকা হলে বাঘের চোখ কিনতে পাওয়া যায়।

মা ইলিশ ধরার চক্রের সদস্যরা জে যার এলাকায় আছেন সেতার এলাকার প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চুক্তির মাধ্যমে ধরা হচ্ছে মা ইলিশ এমন অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। দৈনিক লক্ষ্য লক্ষ্য টাকার মা ইলিশ ধরা হচ্ছে কোনোই সমস্যা এবং বাধা নেই প্রশাসকদের। সরকার আইন করেছেন কিন্তু আইনের শাসন নেই টাকা হলে সবই হালাল। অপরদিকে  জেলেদের সুত্র ধরে জানা গেছে. যে কয়দিন সরকারের নিষেধাজ্ঞা রয়েছে মা ইলিশ ধরা সে কয়দিন পুলিশ টাকা পাবেন থানাঃ ভিত্তিক ৫০ থেকে ১ লক্ষ্য টাকা। এরিয়া ভিত্তিক প্রতিটি থানায় চুক্তি করা হয়েছে একেকটি থানায় একেক রকম চুক্তি ভিত্তিক অবাধে মা ইলিশ নিধন করা হচ্ছে। এবিষয়ে রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা তার সঙ্গে কথা হয়. ব্রাক্ষপুত্র নদীতে অবাধে মা ইলিশ ধরা হচ্ছে। এবং আপনি নাকি ঘোষ পাচ্ছেন এবং আপনার সঙ্গে চুক্তি করেই তারা  মা ইলিশ শিকার করছেন জেলেরা. সে ঘোষের বিষয় তিনি অশিকার করে পাশকাটিয়ে যায়।