মাছ ধরা হলো না বাবা-ছেলে আর সদ্য বিদেশফেরত এক প্রবাসীর

0
475

বড়শি দিয়ে সখ করে মাছ ধরা হলো না বাবা-ছেলে আর সদ্য বিদেশফেরত এক প্রবাসীর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই তিনজন। অন্যদিকে, চালকসহ আরো এক যাত্রী গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে।

আজ সোমবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাজীগঞ্জ থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটেরিকশা বাকিলা বাজার এলাকায় পোঁছালে বিপরিত থেকে আসা অন্য একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। এই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী এলেম হোসেন (৫৫), তাঁর ছেলে ইকরাম হোসেন (২৮) ও আবু সুফিয়ান (৩৫) নামে তিনজন ঘটনাস্থলে নিহত হন। নিহতদের সবার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায়। দুর্ঘটনায় আহত বিল্লাল হোসেন (৪৫) জানান, ভোররাতে বাড়ি থেকে বের হয়ে বড়শি দিয়ে মাছ ধরার জন্য চাঁদপুরে ডাকাতিয়া নদীর দর্জিঘাট এলাকায় যাচ্ছিলেন। বাকিলা বাজারের কাছে আসামাত্র বিপরীত দিক থেকে অন্য একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে সৌভাগ্যক্রমে তিনি ও সিএনজি অটোরিকশার চালক মো. শাহজাহান (২৮) বেঁচে যান। বিল্লাল হোসেন আরো জানান, এলেম হোসেন, তাঁর ছেলে ইকরাম হোসেন এবং তিনি উয়ারুল বাজারে ব্যবসা করেন। অন্যজন আবু সুফিয়ান (৩৫) মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে আসেন। আর এলেম হোসেনের ছেলে ইকরাম হোসেন গত সপ্তাহে বিয়ে করেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে এই দুই পরিবারের শোকের ছায়া নেমে আসে। এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। পরে এই দুই সংস্থা এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান জানান, আহত দুজনের মধ্যে সিএসজি অটেরিকশার চালক শাহজাহানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো দরকার। পুলিশ দুর্ঘটনার শিকার অটোরিকশাটি উদ্ধার করতে পারলেও ঘাতক পিকআপটি আটক করতে পারেনি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার করে। তবে দায়ী অপর যানটি আটক করা যায়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + 18 =