Site icon Aparadh Bichitra

রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারী কলেজে সম্মান কোর্সের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন

রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান,উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের (২০১৮-২০১৯) সম্মান কোর্সের ওরিয়েন্টেশন ক্লাশ শুরু করা হয়। সোমবার (১৫-১০-১৮) সকাল ১১ টায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে তিনটি বিভাগের সম্মান কোর্সের ওরিয়েন্টেশন ক্লাশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক শতদল কুমার পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক আমিরুল ইসলাম, ইংরাজি বিভাগের প্রভাষক মাসুদ রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হানিফ মিয়া, নবাগত শিক্ষার্থী হাসিবুল হাসান ও মাহমুদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক আহম্মেদ বেলাল। বক্তারা বলেন, সম্মান কোর্স শুরু হওয়ায় গ্রামে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকারের আমলে এ সুযোগ হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে মফ¯¦লে উচ্চ শিক্ষার জন্য কলেজটিকে সরকারিকরণ করেছেন। এজন্য সরকারের প্রতি কলেজ ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কলেজের পক্ষ থেকে শিক্ষক ও নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মান কোর্সেরসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী।