পোস্তগোলা ব্রিজের টোল এক লাফে তিন গুণ

0
1083

আনোয়ার হোসেন:বাংলাদেশ চীন মৈত্রী সেতু তে গত রবিবার রাত থেকে টোল আদায় করছে এম কে আলম শিপিং লাইন নামে একটি বেসরকারি সংস্থা। তারা জানান আগামী তিন বছরের জন্য সংস্থাটি মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে নিউজ নিয়েছে। এতে দেখা যাচ্ছে টোল আদায়ের ক্ষেত্রে পূর্বে থেকে তিনগুণ টোল আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে কেরানীগঞ্জ থেকে ঢাকা আলম মার্কেট প্রজন্ত সিএনজি শ্রমিক ও চালকরা তাদের পরিবহন বন্ধ রেখে আন্দোলনে নেমেছে।

গত রবিবার রাত বারোটার পর থেকে এ টোল আদায় করা হচ্ছে। বাড়তি টোলের কারণে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন আমাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে এ বাড়তি টোল। আরো জানান বাড়তি টোল আদায় তাদের দ্বিগুণ ব্যয় বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ যাত্রীরা তাদের কাছ থেকে পরিবহন শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করবে । সরেজমিনে দেখা গেছে এম কে আলম শিপিং লাইন কম্পানি নামে একটি কম্পানি টোল আদায় করছে তাতে ট্রেইলর ৭৫০ টাকা হেভি ট্রাক ২৪০ টাকা মিনি ট্রাক ১৬০ টাকা বড় বাস ৩৫ টাকা মিনি ট্রাক ১০০ টাকা কৃষিকাজে ব্যবহৃত যানবাহন ২০ টাকা মিনিবাস ২৫ টাকা মাইক্রোবাস ৭৫ টাকা ফোর হুইল চালিত যানবাহন সিএনজি ২৫ টাকা মোটরসাইকেল ১৫ টাকা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =