ফেনীর ছাগলনাইয়ায় বখাটেদের উৎপাতে মাদ্রাসা ছাত্রীর লেখাপড়া বন্ধ!

0
486

নিজস্ব প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার দারোগার হাট আবুল কাসেম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে প্রায় এক মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। স্থানীয় উত্তর বল্লভপুর গ্রামের নুর আহম্মদের ছেলে আরমান, একই এলাকার মৃত শাহ আলমের ছেলে মুন্না ও হৃদয়সহ একটি সংঘবদ্ধ চক্র ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে ইভটিজিং করতো বলে স্থানীয়রা জানায়।

ওই ছাত্রীর বাবা জয়নাল আবদীন বলেন, বখাটেদের ইভটিজিংয়ে অতিষ্ট হয়ে প্রায় এক মাস ধরে  মেয়ে মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে। গত ২১ সেপ্টেম্বর গভীর রাতে মেয়েকে (আরজু মনোয়ারা) অপহরণ করতে আমার বাড়িতে হানা দেয় বখাটেরা । এই সময় বখাটেরা মেয়েকে না পেয়ে আমাদের গালমন্দ করে ফিরে যায় । এরপর থেকে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি । বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেছি । তারা আমাদের সন্তানকে মাদ্রাসায় যেতে সব ধরণের সহয়তা দিবে বলে আশ্বাস দিয়েছে । কিন্তু অপরাধিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আশ্বস্থ হতে পারছি না। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ইভটিজিং এর কারণে মাদ্রাসা  ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি উদ্বেগজনক। গত বৃহস্পতিবার এই অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের আটক করে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন । উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী আরও বলেন, ‘শনিবার থেকে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ক্লাস করতে বলা হয়েছে। এই জন্য সব ধরণের সহায়তা দিবে উপজেলা প্রশাসন ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − 8 =