রাজশাহীতে ইলিশ ধরায় ১০ জেলের জরিমানা

0
570

রাজশাহীঃ রাজশাহীর পদ্মায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় রাজশাহী হরিপুর ইউনিয়ের পদ্মা নদী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চারটি নৌকা থেকে মোট ১৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক করা হয় এর সঙ্গে জড়িত ১০ জেলেকে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা প্রদান করে ও মুচলেকা লিখে দেয়ায় ১০ জেলে ছাড়া পান। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রেখেছে সরকার। এসময় সরকার জেলেদের খাদ্য ও অর্থ দিয়ে সহযোগীতা করেছেন। তারপরও এধরনের কর্মকান্ড জেলেরা করছে যাহা রাষ্ট্রোদ্রোহী কর্ম বলে সচেতন মহন মনে করছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + eighteen =