রাজিবপুরে নারী নির্যাতন ,বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে কর্মশালা !

0
511

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:নারী নির্যাতন,বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রামের রাজিবপুরে অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসুচী ব্র্যাক এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে নারী নির্যাতন,বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকার,জেন্ডার সমতা অর্জন বিষয়ে শিক্ষক,জনপ্রতিনিধি, কাজী,ঘটক,পল্লী সমাজ নেত্রী,সাংবাদিক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে তাদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টাকে শক্তিশালী করাই এই কর্মশালার উদ্দেশ্য।

নারী নির্যাতন,বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকার, নারী নির্যাতন কি?নারী নির্যাতনের কারন, নারী নির্যাতনের চিত্র,ক্ষতি এবং বাল্যবিয়ে কি?বাল্য বিয়ের ক্ষতিকর প্রভাব,আইন নীতিমালা ,বাল্যবিয়ে আইন ও প্রতিরোধ করণীয় নিয়ে বক্তব্য রাখেন জিজেডি প্রকল্পের ব্র্যাক জামালপুর জেলা ব্যবস্থাপক মো: খালেকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপজেলা সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন,উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ,সৌর্হাদ্য -৩ কর্মসুচীর উপজেলা সমন্বয়কারী নুরন্নবী সরকার বাপ্পী,রাজিবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আতাউর রহমান, প্রভাষক নুরে আলম সিদ্দিকি,জিজেডি প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট কামরুজ্জামান ও আমজাদ হোসেন,ব্র্যাকের শিক্ষা কর্মসুচীর শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর ফিল্ড অফিসার আমিনুল ইসলাম,সমাজ সেবক রফিকুল ইসলাম,ঘটক আব্দুল জলিল ও রাজিবপুর ইউনিয়ন পল্লী সমাজের সভানেত্রী স্বপ্না খাতুন প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × one =