চাকরী স্থায়ীকরনের দাবীতে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুত সমিতির কর্মচারীদেও মানববন্ধন

0
464

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার কর্মচারীদের উদ্যোগে চাকরি নিয়মিতকরণ, চাকরিচ্যুৎদের পুন: বহাল ও কাজের পরিমাণ কমানোর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ অক্টোবর (রোববার) সকালে সমিতির কার্যালয়ের সামনে কর্মবিরতি রেখে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার সালেহ আহমদ,ম্যাসেঞ্জার জামাল হোসেনসহ অন্যারা। বক্তব্যে তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুত দেওয়ার দিনরাত পরিশ্রম কওে কাজ শুরু করেছে তারা। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়নের সফলতার পিছনে তাদের অবদান অনেক বেশি। কিন্তু তাদেরকে গণহারে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। এমত অবস্থায় প্রধানমন্ত্রী নিকট তাদের আবেদন চাকুরী স্থায়ী, ছাঁটাই বন্ধ করে স্থায়ী নিয়োগ ও অতিরিক্ত কাজের জন্য অতিরিস্ত মজুরী প্রদানের জন্য জোর দাবী জানান তারা। তাদেও একর্মসূচিতে জেলার মোট ১৩৫ জন মিটারিং রিডার এবং ম্যাসেনঞ্জারবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 + 15 =