দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে এক জেলের ৫০০০টাকা জরিমানা

0
398
দশমিনা প্রতিনিধি:পটুয়াখালীর দশমিনা উপজেলায় মা ইলিশ নিধন বন্ধের ৬ষ্ট দিনে উপজেলার বুড়াগৌরাঙ্গ ও তেতুঁলিয়া নদীতে নিশধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে মা ইলিশ শিকারের দায়ে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সবুজ রাঢ়ীকে আটক করে।
দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব আলম তালুকদার ও দশমিনা হাজীর হাট নৌ পুলিশ ফাড়ি ইন চার্জ এস আই সোহাগ,এস আই সাইফুল ও সঙ্গীয় ফোসদের   যৌথ আভিযানে এ সময় ১০০০মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ উদ্ধার করে হয়।  আটককৃত জাল নদী তীরে কেরোসিন ঢেলা আগুনে পুরে ফেলা হয় এবংআটককৃত মাছগুলো এতিম খানা ও লিল্লাহ বোডিংএ বিতরন করা হল। অতপর আটক জেলা সবুজকে দশমিনা উপজেলা নির্বহী ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্র দাস প্রথমবার অপরাধের জন্য ৫০০০ হাজার টাকা জরিমানা করেন।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − 2 =