রৌমারীতে কোটি টাকার ব্রীজের মূখ বন্ধ করে মাটি ভরাট প্রশংসন দেখেন না

0
497

 মাজহারুল ইসলাম: রৌমারীতে প্রায় কোটি টাকার ব্রীজের মূখ বন্ধ করে মাটি ভরাট করেছেন, প্রশাসন কিছুই বলে না। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই প্রায় অর্ধ কোটি টাকায় নির্মিত একটি ব্রীজ। ব্রীজের পূর্বপাশের মূখ বন্ধ করে মাটি ভরাটের কাজ শেষ করা হয়েছে ।ব্রীজটির মূখ বন্ধ হয়ে গেছে  বণ্যার সময় রৌমারী-চুলিয়ারচর সড়কের যেকোন জায়গায় ভেঙ্গে যাবে এবং সেখানে আরেকটি ব্রীজ নির্মাণের প্রয়োজন হবে।  একই গ্রামের বিডিআর মোড়ের পূর্বপাশে একই রকমের  আরেকটি ব্রীজ।

এই ব্রীজটির দক্ষিন পাশে মাটি ভরাট  করা হয়েছে এবং কাজও  শেষ ।যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রীজের মূখ বা পানি চলাচলের পথ বন্ধ করে মাটি ভরাট করতে নিষেধ করেছেন প্রশাসনের রহস্যকনক কারণে সেখানে প্রকাশ্যে মাটি ভরাট করা হয়েছে প্রশাসন নিরব ভূমিকা পালন করে যাচ্ছেন। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়কে বিষয়টি জানালে তিনি কি করবেন স্পষ্ট করে কিছুই বলেননি। তারপর দেখতে দেখতে প্রায় তিন চার মাস অতিবাহিত হতে যাচ্ছে তিনি এবিষয় কিছুই করেননি বলে অভিযোগ এলাকাবাসীর।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × two =