লক্ষ্মীপুরে মায়ের অভিযোগে পুত্রের ভ্রাম্যমাণ আদালতে সাজা ঘোষণা

0
480
নোয়াখালী প্রতিনিধিঃ
বখাটে মাদকাসক্ত পুত্র সাগর হাওলাদার কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মা মণি বেগমের অভিযোগের ভিত্তিতে ৩৫৪ ধারায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহজাহান আলি মহোদয় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জানাযায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের ১নং ওয়াডের দোরালী হাওলাদার বাড়ির  বিধবা মনি বেগমের একমাত্র পুত্র সাগর কে অদ্য ২৩ অক্টোবর  দুপুরে মাদক সেবন করে মা ও বোনের উপড় নির্যাতন করায় দালাল বাজার পুলিশ ফাড়ি ইনচার্জ উপপরিদর্শক গিয়াসউদ্দিন গ্রেপ্তার করে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করলে,  ভ্রাম্যমাণ আদালত  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরো জানা যায় সাগরের বাবা দির্ঘ ২৪ বছর পূর্বে মৃত্যুবরন করেছিলেন, মৃত্যু কালে তিনি চার মেয়ে ও এক পুত্র সন্তান রেখে যান,স্বামীর অবর্তমানে সন্তান দের দিকে চেয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এই মনি বেগম ,স্বামী শাকায়েত উল্যার মৃত্যুর সময় আজকের  সাজা প্রাপ্ত মাদকাসক্ত গর্ভজাত সন্তান সাগরের বয়স ছিলো ছয় মাস, বড় মেয়ের বয়স ছিলো দশ বছর। তাদের কোলে পিঠে করে বড় করেছে এই মা, নিজের সকল স্বাদ- আহল্লাদ বিসর্জন দিয়ে এই সন্তানদের নিজে না খেয়ে খাইয়েছে। মেয়েদের পাত্রস্থ করেছে। একটা ছেলেকে নিয়ে সুখে দিনাতীপাত করার মানষে আশায় বুক বেধে ছিলেন মনি বেগম,  কিন্তু তার সেই আসায় বালি, ছেলে সাগরের  এখন পঁচিশ বছর বয়স, সে এলাকার কিছু বখাটে ছেলেদের নিয়ে প্রতিদিন সন্ধ্যার পর মাদকের আসর বসায়, নেশার টাকার জন্য প্রতিনিয়ত তার মা ও বাড়িতে থাকা  বিবাহিতা  বড় বোন ফেন্সি বেগম কে মারধর করে আসছে, কিছুদিন পূর্বেও দুই দুই বার মাদক সহ হাতেনাতে পুলিশ ধরে নিয়ে জেলহাজতে পাঠিয়েছিলো, জেল থেকে বের হয়ে আবারও নেশার জগতে ঢুকে পড়ে। তার উপদ্রবে অতিষ্ঠ  হয়ে পড়েছে মা ও বড় বোনেরা।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − fourteen =