লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের যুগ পূর্তি উৎসব

0
458

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে উৎসবে মেতেছেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। শুক্রবার (১২ অক্টোবর) ইনষ্টিটিউট শিক্ষার্থীদের সংগঠন ‘আলপিয়া’ এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে উৎসবে মেতে উঠেন সবাই। সকালে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করাসহ পরে এক মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে পরে কাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এছাড়া সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান. প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এম আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ। অনুষ্ঠান শেষে সেরা শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দিয়ে পুরস্কৃত করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 2 =