লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা পক্ষের ৪র্থ দিনে দুঃস্থ বিদ্যালয়ে খাবার ও সেলাই মেশিন বিতরণ

0
438

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় দুঃস্থ শিশু কল্যাণ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুর মেট্রোপলিটন, রংপুর সিটি ও তিলোত্তমার যৌথ উদ্যোগে দুঃস্থ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মানসম্মত খাবার বিতরণ, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও স্কুলে সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনন্সি এমপি, সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও সদস্য, অর্থ মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আরিফ হোসেন টিটো, লায়ন শহিদুল আনাম তুহিন, আস্থা সামাজিক সংস্থার চেয়ারম্যান নাফিজা সুলতানা, লায়ন শফিকুল ইসলাম স্বপন। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এ্যাড: এ,এম,এম মুনীর চৌধুরী, সিটির প্রেসিডেন্ট লায়ন খন্দকার আনম বেঞ্জু, অক্টোবর সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন মীর আশরাফুজ্জামান কিবরিয়া খোকন, সিটি ক্লাবের সেক্রেটারী লায়ন ডাঃ মেশকাতুন রহমান।

উপস্থিত ছিলেন লায়ন মোঃ আনোয়ার ইসলাম বিপু, লায়ন শাহরিয়ার মামুন রুবেল, লায়ন রুবায়েত হোসেন খান, লায়ন মোঃ শরিফুল ইসলাম সুমন, লায়ন ফরিদা ইয়াসমিন রুমি, লায়ন মঞ্জুরুল আহসান কবীর রাসেল, লায়ন মঞ্জুশ্রী, লায়ন সুজন, লায়ন মোশাররফ হোসেন মনি, লায়ন ওয়ালিউর রহমান রিপন ও দুঃস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসনা ভট্রাচার্য সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সহ সভাপতি চায়না চৌধুরী সহ অন্যান্যরা। প্রধান অতিথি আস্থা সামাজিক সংস্থার হাতে ৫টি সেলাই মেশিন তাঁর হাতে তুলে দেন। প্রদান অতিথি, তাঁর বক্তব্যে বলেন নবগঠিত তিনটি লায়ন্স ক্লাব অত্র এলাকায় ভাগ্যহত ও দুঃস্থ মানুষের পাশে দাড়াবে। লায়ন্স ক্লাবের গরীব সদস্য গরীর মানুষের চোখের মনী অপারেশন ফ্রী ডায়াবেটিস চৈষ্ট সহ নানাবিধ সেবা ধর্মী কাজের সাথে জড়িত। আমি নবগঠিত তিনটি লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম কে ধন্যবাদ জানাই তাঁরা আজ এই দুঃস্থ বিদ্যালয়ে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করেছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার বড় আম্মা সহ আছিয়া ওহাব উনাত্তের পরিশ্রমের সফল এই বিদ্যালয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − four =