Site icon Aparadh Bichitra

সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধের জন্য মার্কিন সিনেটে প্রস্তাব

সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধের জন্য মার্কিন সিনেটে প্রস্তাব উঠেছে।সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের জেরে এ প্রস্তাব দেওয়া হয়। গতকাল সিনেটের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে এ প্রস্তাব তোলা হয়েছে।

সিনেটের নিম্নকক্ষে পার্লামেন্টারিয়ানরা একটি প্রস্তাব তুলেছেন। এতে বলা হয়েছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তা, গোয়েন্দা ও  প্রশিক্ষণ সহায়তা বন্ধ করা হোক।  সিনেটররা জানান, জামাল খাশোগি হত্যাকান্ডে সম্পৃক্ত কারো সঙ্গে  অস্ত্র চুক্তি এগিয়ে না নেয়ার অনুরোধ করতে পারেন ট্রাম্প। প্রস্তাবে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে অস্ত্রচুক্তি পুনর্বিবেচনা করা উচিত। উল্লেখ্য, খাশোগি হত্যাকান্ডকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চুক্তি বেশ হুমকির মুখে পড়েছে। দেশে-বিদেশে মার্কিন সরকারের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।