বিএনপির স্বপ্ন কোনো দিনেই পুরণ হবে না : খাদ্যমন্ত্রী

0
489

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। মন্ত্রী রবিবার দুপুরে সাভারের ঝাউচর এলাকায় এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি দুর্নীতিবাজ দল। তারা ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের সাথে জোট করে দেশে অরজকতা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসার লোভ দেখছেন। কিন্তু তাদের স্বপ্ন কোনো দিনেই পুরণ হবে না। বিএনপি এখন নেতৃত্ব শুন্য হয়ে পড়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিএনপির সাথে দেশের কোনো মানুষ নেই। তাদের সাথে রয়েছে সন্ত্রাসী ও খুনিরা। তাদের দেশ থেকে বিতাড়িত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মানা হবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগ জানে- আন্দোলন কিভাবে দমন করতে হয়। এসময় তিনি বিএনপির যে কোনো আন্দোলন কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি হুশিয়ারি করে দেন। এসময় মন্ত্রী ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নবনির্মিত ভবন উদ্বোধন করেন। ভবনটি শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সভাপতিত্বে সুধী সমাবেশে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী পশাশ, ইউপি সদস্য আলমাস মোল্লাসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 5 =