চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামী ব্যাংকের ৩৪০তম শাখা উদ্বোধন

0
636

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪০তম শাখা হিসেবে রাঙ্গুনিয়া শাখা ৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হাজী আলম কমপ্লে¬ক্স ভবনে উদ্বোধন করা হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. সালেহ ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মাদ শাব্বির, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আজগর ও মাদরাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর প্রিন্সিপ্যাল আবু তায়েব চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন রাঙ্গুনিয়া শাখাপ্রধান মো. এনামুল হক। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, ¯’ানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। উদ্যোক্তা উন্নয়ন, রেডিমেড গার্মেন্টস, পরিবহন, এসএমই, ক্ষুদ্র, কুটির ও বৃহৎ শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ ব্যাংক। দেশের মোট বৈদেশিক রেমিটেন্স-এর বড় অংশ ইসলামী ব্যাংকের মাধ্যমে আহরিত হয়। তিনি বলেন, এ ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারই অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামের সংযোগ¯’ল রাঙ্গুনিয়া অঞ্চলের সকল স্তরের মানুষের কল্যাণের জন্যই ব্যাংকের রাঙ্গুনিয়া শাখা উদ্বোধন করা হলো। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − ten =