নোয়াখালীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

0
652

ইয়াকুব নবী ইমন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর ব্যাংক রোডের পপি লাইব্রেরী এন্ড ষ্টেশনারীতে চাঁদার দাবীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। মঙ্গলবার বিকালে ব্যাংক রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের নোয়াখালী জেলা শাখার সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ ছিদ্দিকী বাবু, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য জিয়াউল হক জিয়া, মোঃ মনিরুল হক মুরাদ, মাওলানা ইউসুফ, তৌহিদুল ইসলাম শহিদ, মোঃ আবু তাহের প্রমুখ। মানববন্ধনে বক্তরা চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেই সাথে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ব্যাংক রোড অবস্থিত পপি লাইব্রেরী এন্ড ষ্টেশনারীতে চাঁদার দাবিতে আব্দুল আজীজ, সুমন, তালীমসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় দোকানের মালিক আমিরুল ইসলাম হারুন এবং ম্যানেজার ফয়সাল পিটিয়ে আহত করে থাকা নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও দোকানের প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রতিষ্টানের মালিক আমিরুল ইসলাম হারুন বাদি হয়ে নোয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =